সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচের শুরু থেকেই দারুণ খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৫ মিনিটের মধ্যেই তিনটি কর্নার পায় তারা। কিন্তু গোল করতে ব্যর্থ সাদা-কালো শিবির। তবে আর ভুল করেনি মোহামেডান। ৩১ মিনিটে সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে মতিঝিলের ক্লাবটি। ৫১ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় দলটি। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সাদা-কালো শিবির। দিনের আরেক ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ঢাকা।










