চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
১১ দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৬৫৫ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬০৪ জন।
দুপুরে নৌবাহিনীর ৬টি জাহাজ যোগে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছায়। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ১ হাজার ৬৫৫ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জনসহ মোট ১ম দফায় ৩১ জানুয়ারি ১২৮৭ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।
কক্সবাজারের উখিয়ায় বিজিবি ও এপিবিএন পুলিশের আলাদা অভিযানে তিন লাখ ৬৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়ৈছে।
পুলিশ জানায়, উখিয়ার শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে ৮-এপিবিএন সদস্যরা। বৃহস্পতিবার ভোরে উখিয়ার পালংখালীর বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়। অন্যদিকে উখিয়া উপজেলার ৪নম্বর রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগান এলাকায় টহলরত ৩৪ বিজিব‘র সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে এসব মাদক উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী।
দুইদিন আইসিইউ’তে থাকার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ডা. সামিনা আক্তার।
আজ সকাল ১০ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ১৫ ফেব্রুয়ারি রাতে নগরীর কাজীর দেউড়ি রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সামিনা আক্তার। এসময় মাথায় গুরুতর আঘাত পাওয়ার পাশাপাশি তার বুকের হাড়ও ভেঙ্গে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় অস্ত্রপচার করার পর সুস্থ হয়ে ওঠেননি তিনি। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন ডা. সামিনা আক্তার।
চট্টগ্রাম নগরীতে বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালন করেছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।
‘ক্যান্সার, যার আছে এন্সার’ এই প্রতিপাদ্যে শিশু ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও গবেষক ডা: মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদসহ সোসাইটির কর্মকর্তারা। বক্তারা বলেন, এক সময় ক্যান্সারে নিশ্চিত মৃত্যুর কথা বলা হলেও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে এখন এ রোগটি নিরাময়যোগ্য। জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডাক্তার মুহাম্মাদ শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির সদস্য মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন।
সদ্য ঘোষিত মৎসজীবী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমিনুল হক বাবুল সরকারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চট্টগ্রাম সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির নেতাকর্মীরা।
সকালে ঢাকা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে পৌছরে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে সিক্ত করেন নেতা কর্মীরা। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরাতন রেল স্টেশন চত্ত্বর। পরে উপস্থিত নেতা কর্মীর্দে উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমিনুল হক বাবুল। তিনি বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণে চট্টগ্রাম মহানগর মৎসজীবী লীগ নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল।
উপজেলা স্টেডিয়ামে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র সহযোগিতায় প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিনসহ আরো অনেকেই। প্রদর্শনীতে ৪০টি স্টল অংশ নেয়।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী ও মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দুপুরে প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি প্রতিষ্ঠিত খান কল্যাণ ট্রাস্ট এসব কম্বল বিতরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ আলী, উপজেলা বাক প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরো অনেকেই। এদিকে, চট্টগ্রাম নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদাক মোহম্মদ বদিউল আলম, নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ফারুকসহ আরো অনেকে।










