ক্রাইস্টচার্চ টেস্টে ভালো অবস্থানে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ক্রাইস্টচার্চ টেস্টে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ২১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। দিন শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান।
অবশ্য ব্যর্থ নিউজিল্যান্ডের টপ-অর্ডার। ১৫ রানে আউট হন টম লাথাম। উইল ইয়ং ফিরেছেন ৮ রান করে। ৩৬’র বেশি করতে পারেননি ডেভন কনওয়ে। ৩৭ রানে অপরাজিত নিকোলস। ২ রানে সঙ্গী নেইল ওয়াগনার। এর আগে, প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৭ ব্যাটারই ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর। জুবায়ের হামজা করেন সর্বোচ্চ ২৫ রান। ভেরেন্নের ব্যাট থেকে আসে ১৮। ২৩ রান খরচায় ৭ উইকেট নিয়ে প্রোটিয়া ইনিংসে ধস নামান ম্যাট হেনরি।










