আলেশা মার্টের ৪৮৫ জন গ্রাহকের মধ্যে ১০ গ্রাহককের টাকা ফেরত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গ্রাহকদের কাছে এই টাকা হস্তান্তর করেন।
এ সময় তপন কান্তি ঘোষ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৪৮৫ জন গ্রাহকের মধ্যে প্রথম ধাপে ১০ গ্রাহককে টাকা ফেরত দিয়েছে আলেশা মার্ট। বাকিদের টাকা দ্রুত ও পর্যায়ক্রমে দেয়া হবে। সচিব আরও জানান, ক্ষতিগ্রস্থ গ্রাহকদেরকে টাকা ফেরৎ দেয়ার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে, আলেশা মার্ট যে কোনো মূল্যে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চায় বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার। তিনি বলেন, আগামী জুনের মধ্যে গ্রাহকদের ৪২ কোটি টাকা ফেরৎ দেয়া হবে। বাকিদের টাকা ফেরতের প্রচেষ্টা অব্যাহত থাকবে।










