ধামরাইয়ে কাশ্মিরি আপেল বড়ই চাষে ভাগ্য ফিরিয়েছেন হাবিবুর রহমান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৯৩৩ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে কাশ্মিরি আপেল বড়ই চাষে ভাগ্য ফিরিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান। সুস্বাদু আর মিষ্টি হওয়ায় এই বড়ইয়ের চাহিদাও রয়েছে এলাকায়। তার সফলতা দেখে, স্থানীয় অনেকেই শুরু করেছেন এই বড়ইয়ের চাষ।
সেনাবাহিনীতে চাকরি করতেন ধামরাই নান্নার ইউনিয়নে হাবিবুর রহমান। আর্থিকভাবে স্বাবলম্বী হতে প্রায় দুই বছর আগে কাশ্মিরি আপেল বরই চাষ শুরু করেন। ফরিদপুর থেকে প্রতি চারা ৫০ টাকা দরে কিনে আনেন ৫শ’টি কাশ্মিরি আপেল বরই চারা। ওই বছরই বন্যার পানি উঠে সব চারা নষ্ট হয়ে যায়।
ধামরাই-এর নিজ গ্রাম গাওয়ালে, দশ বিঘা জায়গায় ৫ লাখ টাকা খরচ করে কুল চাষ শুরু গত বছর ক্ষতি হলেও এবার ফলন ভালো হয়েছে বলে জানান এই বরই চাষী।
চাষীদের সবধরনের সহযোগীতা দেয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
চলতি মৌসুমে ধামরাইয়ে ৫০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে।