বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ। মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরে বিকেল সাড়ে ৫টায় লড়বে দু’দল। প্রথম কোয়ালিফায়ারে সম্ভাবনা জাগিয়েও জয় পায়নি কুমিল্লা।
ভিক্টোরিয়ান্সদের অপেক্ষয় রেখে ফাইনাল নিশ্চিত করে ফরচুন বরিশাল। ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কুমিল্লা। তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে–হারাতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। পরিবর্তনের সম্ভাবনা নেই, অপরিবর্তীত একাদশ নিয়েই খেলবে ইমরুল কায়েসের দল। অন্যদিকে, মাঠের লড়াইয়ে উড়ছে চট্টগ্রাম। শেষ ম্যাচে খুলনার বিপক্ষে ৭ রানের রদ্ধশ্বাস জয়ে এলিমিনেটরের বাধা টপকেছে চ্যালেঞ্জার্স শিবির। এবার কুমিল্লাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় বন্দর নগরীর দলটি। একাদশে পরিবর্তন আসবে চট্টগ্রামের, ফিরছেন ইনফর্ম উইল জ্যাকস।










