প্রকাশকদের মনে ফিরেছে স্বস্তি

- আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
সাধারণত প্রথম দিনে যেমন থাকে, তার চেয়ে বেশি অগোছালো ছিলো প্রথমদিনের একুশে বইমেলা। তবে এসব ছাপিয়ে উদ্বোধনী দিনে মেলার বড় খবর হলো..মেয়াদ এক মাসই হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভার্চ্যুয়াল বক্তৃতায় প্রকাশকদের দাবি বিবেচনায় এনে পরিস্থিতি সাপেক্ষে মাসব্যাপী মেলার কথা বলেছেন। তাতেই প্রকাশকদের মনে স্বস্তি ফিরেছে।
করোনা কারণে এবার অমর একুশে বইমেলা শুরু করা নিয়েই অনিশ্চয়তা ছিল। অবশেষে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দুই সপ্তাহের মেলার অনুমোদন দেন। তড়িঘড়ি করে একাডেমির প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে মেলার অবকাঠামো নির্মাণ এবং আনুষঙ্গিক কাজ শুরু হয়। বলা হয়ে মেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রকাশকেরা এতে মনঃক্ষুন্ন ছিলেন। দুই সপ্তাহের মধ্যে অন্তত প্রথম তিন দিন স্টল তৈরি করে বই সাজাতেই চলে যায়। কাজেই গতবারের মতো এবারও মেলার খরচই উঠবে না বলে তাঁদের শঙ্কা ছিল। তবে উদ্বোধনী অনুষ্ঠানেই মাসব্যাপী মেলার ঘোষণা আসায় তাঁরা অনেকটা হাঁপ ছেড়েছেন।