রাতে মেসির পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের
- আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
রাতে মেসি-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র প্রথম লেগে মেসির পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে দু’দলের মহারণ। একই সময় মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যান সিটিও। প্রতিপক্ষ পর্তুগাল ক্লাব স্পোর্টিং লিসবন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ! উত্তেজনা আর রোমাঞ্চের এক মঞ্চ, যেন রক্তক্ষয়ী যুদ্ধ। ইউরোপিয়ান ফুটবলে এরচেয়ে বড় আকর্ষণ আর কি হতে পারে? যার জন্য অপেক্ষায় বুদ হয়ে থাকে ফুটবল বিশ্ব। একটা ম্যাচের জন্য অপেক্ষায় থাকে বছরের পর বছর।
এমন এক ম্যাচ দিয়েই শুরু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। মুখোমুখি হবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর পিএসজি। ফাস্ট লেগের ম্যাচে গ্যালাক্টিকোদের পা পড়বে প্যারিসিয়ানদের হোমভেন্যু পার্ক দে প্রিন্সসে।
স্বাগতিক পিএসজির স্কোয়াডে তারকার ছড়াছড়ি। ইতিহাসের অন্যতম সেরা মেসি দলে, যে কিনা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কখনই হারেনি রিয়ালের বিপক্ষে। রিয়াল সেরা তারকা, রামোস এখন প্যারিসিয়ান। যদি স্প্যানিশ লেজেন্ডেকে পাবে না পিএসজি, ইনজুরির কারণে।
তবে ফিরছেন নেইমার, একদশে থাকাও এক প্রকার নিশ্চিত। নাভাস-হাকিমিরাও রিয়ালের মাথা ব্যথার কারণ। আছে ভেরাত্তি, ডি মারিয়াদের মতো বড় মঞ্চের বড় তারকারা।
পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে বাগেই স্পেন ছেড়েছে রিয়াল। আছে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার আত্মবিশ্বাস। বেনজামা-বেলদের ফিট হয়ে ওঠাও দিচ্ছে বাড়তি মাত্রা। ভিনিসিয়াস, অ্যাসেনসিও, মার্সেলোরাও প্রস্তুত চ্যালেঞ্জ জানাতে।
সবমিলে ইউরোপিয়ান কম্পিটিশনে ১০বার পিএসজির বিপক্ষে নেমেছে রিয়াল মাদ্রিদ। হার ড্র সমান তিনবার করে। তবে গ্লাক্টিকোদের জয় একটা বেশি। যদিও ২০১৯ সালে শেষবার পিএজির মাঠে খেলে ৩-০ গোলে হেরেছিল রিয়াল, তাই সতর্ক জিদান বাহিনী।
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ফেভারিট ম্যান সিটির খেলা আছে রাতে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। পর্তুগীজ ক্লাবটির বিপক্ষে শক্তিমত্তা যেমন আত্মবিশ্বাস দিচ্ছে তেমনি অ্যাওয়ে ম্যাচ চিন্তার কারণও আছে ম্যান সিটির।










