মৌলভীবাজারে বিশাল আকৃতির অজগর সাপের বিচরণে লোকালয়ে আতংক ছড়িয়ে পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ২৪৩০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জানকিছড়া লেবু বাগানে বিশাল আকৃতির অজগর সাপের বিচরণে লোকালয়ে আতংক ছড়িয়ে পড়েছে।
ধারণা করা হচ্ছে, বিশাল আকৃতির অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে খাবারের সন্ধানে বেরিয়ে এসেছে। এত বড় আকৃতির অজগর এর আগে এই এলাকায় কেউ দেখেনি বলে জানায় স্থানীয়রা। অজগরটি লম্বায় আনুমানিক ৫০ থেকে ৫৫ ফুট। ফলে জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। বন বিভাগের লোকজনও এ বিষয়ে ব্যবস্থা নিতে সতর্ক অবস্থানে আছেন। তবে মাঝে-মধ্যে হরেক রকম সাপ, হনুমান, বানর ও অজগরের দেখা মেলে।










