ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টারা।
আফ্রিকান ন্যাশন্স কাপ জয় করে এ ম্যাচে দলে ফিরেছে সাদিও মানে। টার্ফ মুরে শুরু থেকেই অপ্রতিরোধ্য ক্লুপের শীষ্যরা। একের পর এক গোলের সুযোগ । তবে ফিনিশিং ব্যার্থতায় বার বার গোল বঞ্চিত সালহা-মানেরা। তবে গোলের দেখা পেতে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ম্যাচের ৪০ মিনিটে ফ্যাবিয়ানোর গোলে লিড নেয় অল রেডসরা। দ্বীতিয়ার্ধেও বার বার সুযোগ মিস করে লিভারপুল। সুযোগ পেয়েও সমতায় ফিরতে ব্যার্থ বার্নলি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লুপের শীষ্যরা। এ ম্যাচ জিতে সিটির সাথে পয়েন্ট ব্যাবধান ৯য়ে নামিয়ে আনলো অল রেডসরা।










