ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন আহমেদ
- আপডেট সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৯১৭ বার পড়া হয়েছে
ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে বঙ্গবন্ধু বিপিএল থেকে ছিটকে গেলেও আসন্ন আফগানিস্তান সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেন তিনি। নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে কাজ করতে মুখিয়ে আছেন বলে সংবাদ মাধ্যমকে জানান এই পেসার।
বিপিএলের বাঁচানোর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে যখন খেলছে সিলেট সানরাইজার্স। তখন মিরপুরের একাডেমি মাঠে পুনর্বাসনে ব্যস্ত তাসকিন আহমেদ। অনেকটা ভাগ্যের পরিক্রমায় দলের সঙ্গে নেই অপরিহার্য সদস্য। তবে, আশার পালে হাওয়া ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন।
বিপিএলের চলতি আসরে মাত্র ৪ ম্যাচ খেলেছেন তাসকিন। এরপরই ছিটকে গেছেন ইনজুরি কালো থাবায়। মিস করেছেন বেশ কয়েকটি ম্যাচ। তবে, আসন্ন আফগানিস্তান সিরিজের আগেই মাঠে ফিরবেন সুস্থ হয়ে প্রত্যাশা ঢাকা এক্সপ্রেসের।
টাইগারের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স আবার ফিরেছেন। সাকিব-মুশফিকদের জন্য পুরাতন হলেও তাসকিনের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা তিনি।
আইপিএল নিলামের অকশনে আছেন তাসকিন। তবে, আপাতত শুধু মনোযোগ দেশের ক্রিকেট










