তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ রাউন্ড নিশ্চিত করলো চট্টগ্রাম
- আপডেট সময় : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ রাউন্ড নিশ্চিত করলো চট্টগ্রাম। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৫ রান তোলে সিলেট। জবাবে উইল জ্যাকসের হার না মানা ৯২ রানে ৫ বল হাতে রেখে জয় পায় চট্টগ্রাম।
জিতলে নিশ্চিত আর হারলে তাকিয়ে থাকতে হবে পরবর্তী ম্যাচের দিকে। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস হেরে ব্যাট করতে সাবলীল সিলেটের উদ্বোধনী জুটি। ৪১ রানের জোট, চট্টগ্রামের মাথা ব্যথার কারণ। ২৪ করা ইনগ্রামকে ফিরিয়ে চট্টগ্রাম শিবিরে স্বস্তি আনেন মেহেদি মিরাজ। মিজানুর রহমানকেও টিকতে দেননি মৃত্যুঞ্জয় চৌধুরী।
এরপর সিলেটের রানের চাকা সচল রাখেন লেন্ডল সিমন্স, রবি বোপারা, মোসাদ্দেক, সৈকতরা। সিমন্সের ৪২ আর বোপারার ঝড়ো ৪৪ রানের মোসাদ্দেকের অপরাজিত ৩৫ রানে ৬ উইকেটে ১৮৫ সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
জবাব দিতে নেমে পুরনো চেহারায় চট্টগ্রাম। জাকির-আফিফ হোসেনরা যেন ব্যর্থতার প্রতীক। দলীয় ২৯- এ দুই ব্যাটারের বিদায়।
তবে, একজন উইল জ্যাকস ছিলো বলেই বারবার স্বপ্ন দেখেছে চট্টগ্রাম। বেনি হাওয়েল-মেহেদি মিরাজদের আশা-যাওয়ার মিছিলে জ্যাকস একাই টেনেছেন দলকে।
শেষ পর্যন্ত কথা রেখেছেন উইল জ্যাকস। ৯২ রানে অপরাজিত থেকে চট্টগ্রামের প্লে-অফ নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ইংলিশ ক্রিকেটার। ৩৫ রানে অবদান রেখেছেন চ্যাডউইক ওয়াল্টন।










