ফেব্রুয়ারির তিন দিবসে ফুলের রমরমা বাণিজ্যের সম্ভাবনা
- আপডেট সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। দাম ভালো পেলে মহামারি করোনার ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে বলে আশা করছে তারা। সঠিক বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ফুল পরিবহনেও সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
কোটচাঁদপুর উপজেলার ত্রিলোচনপুর গ্রামের মাঠ। মাঠভর্তি বাগানে শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকাসহ নানা জাতের ফুল। সেই ফুলের বাগানে পরিচর্যায় ব্যস্ত চাষীরা। এখন ফুলের ভরা মৌসুম তার ওপর ধরতে হবে এ মাসের তিনটি উৎসব। যে কারণে ব্যস্ততা বেড়েছে তাদের। কেউ করছে আগাছা দমন আবার কেউ করছেন কীটনাশক স্প্রে।
ঋতুরাজ বসন্ত, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা থাকে বেশি। সেই চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করছেন তারা। দিবসগুলোতে ভালো দাম পাওয়ায় সারা বছরের লাভ-লোকসানের হিসাম মেলান তারা। এবার দাম ভালো পেলে করোনায় হওয়া লোকসান কাটিয়ে উঠার আশা করছেন তারা। এজন্য প্রয়োজন সঠিক বাজার ব্যবস্থাপনার। এমনটিই মনে করেন তারা।
এদিকে ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা।
জেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে এ বছর জেলার ৬ উপজেলায় ৮৭ হেক্টর জমিতে ফুলের আবাদ করা হয়েছে।










