চরম গ্যাস সংকটে রাজধানীবাসী
- আপডেট সময় : ০২:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চরম গ্যাস সংকটে রাজধানীবাসী। বিভিন্ন এলাকায় দিনের বেলায় বেশিরভাগ সময়ই পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত গ্যাস। তবে তিতাসের দাবি, কয়েকটি গ্যাস ক্ষেত্রে সংস্কার কাজ চলমান থাকায় চাপ কিছুটা কম। গ্যাস না পেয়েও মানুষকে যখন গ্যাসের পুরো বিল দিয়ে যেতে হচ্ছে তখন অতি প্রয়োজনীয় এই জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বাড়ানোর চেষ্টা করছে পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলো। এমন সংকটময় অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে জীবন যাত্রার আরো দুর্বি:সহ বলে মনে করেন গ্রাহকরা।
প্রায় আড়াই কোটি মানুষের বসবাস ঢাকায়। নানা ভোগান্তির মধ্যেও এখন নতুন করে গ্যাসের সংকট চরম বিড়ম্বনার মুখোমুখি করছে রাজধানীবাসীকে।
প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করেছে বেশ কিছুদিন ধরে। রাজধানীর জুরাইন, মুগদা, বাসাবো রামপুরা, তেজগাঁও, ধানমণ্ডি, মোহাম্মদপুরের আদাবর, শেখেরটেক ও বসিলা এলাকায় গ্যাসের তীব্র সংকট রয়েছে।
দিনের বেশিরভাগ সময় এখানে গ্যাস না থাকায় মাঝরাতে রান্না করতে হয় দিনের খাবার। দিনের বেলা গ্যাস না থাকায় পরিবারের বৃদ্ধ ও শিশুদের খাবার তৈরী নিয়ে বিপাকে তারা।
এমন ভয়ানক পরিস্থিতিতে বাসাবাড়িসহ সব খাতের গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব করে ছয়টি বিতরণ কোম্পানি।
যোখানে দেখা যায় বাসাবাড়িতে দুই চুলার গ্যাসের দাম প্রস্তাব করা হয় ২১০০ টাকা, বর্তমানে এ দাম আছে ৯৭৫ টাকা। এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয় ২ হাজার টাকা। গ্রাহকরা বলছে গ্যাসের দাম বাড়ানোর এমন প্রস্তাব তামাশা ছাড়া আর কিছুই নয়।
দৈনিক হিসেবে তিতাসের ২ হাজার ২০০ ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে যোগান রয়েছে মাত্র দেড় হাজার ঘনফুটের মত। সংকট রয়েছে প্রায় ৭০০ ঘনফুটের তবে, এই গ্যাস সংকটের বিষয়ে সেবা সংস্থা তিতাস কিংবা নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলা গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।










