চলচ্চিত্রের সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্ববান

- আপডেট সময় : ০৯:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
চলচ্চিত্রের সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্ববান জানিয়েছেন শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন। রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি। তবে, এতে অংশ নেননি মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী কোন সদস্য।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন কমিটির একাংশ।
পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করেন কমিটির সদস্যরা।
পরে, গণমাধ্যমকে শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্রের দুর্দিন থেকে উত্তরণে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের স্থগিতাদেশ প্রসঙ্গে নিপুণ আক্তার বলেন, ‘আদালতের প্রতি আস্থা রয়েছে। ন্যায়বিচারের আশা করেন তিনি।
তবে, এই কর্মসুচিতে মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী কোনো সদস্য অংশ নেননি।