কোপা ইটালিয়ার সেমিফাইনালে পৌছালো ইন্টার-মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কোপা ইটালিয়ার সেমিফাইনালে পৌছালো ইন্টার-মিলান। কোয়াটার ফাইনালে রোমাকে ২-০ গোলে হারিইয়েছে ইটালিয়ান জায়ান্টরা।
সান-সিরো-স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমনাত্বক ফুটবল খেলে ইন্টার। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় সিমোন-ইনজাঘির শীষ্যরা। ইভান-পেরিসিকের ক্রসে দারূন এক গোল করে দলকে এগিয়ে দেন এডিন-জিকো। আক্রমন-পাল্টা আক্রমন হলেও প্রথমার্ধে আর গোলের দেখা পাইনি কোন দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েকবার সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি জোসে-মরিনহোর শীষ্যরা। ৬৪ মিনিটে এলেক্সিজ সাঞ্চেজের গোল। ব্যাবধান দিগুন ইন্টারের। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার-মিলান।










