বঙ্গবন্ধু বিপিএলে ঢাকার বিপক্ষে লড়ছে খুলনা টাইগার্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকার বিপক্ষে লড়ছে খুলনা টাইগার্স। সিলেটে টস জিতে ব্যাট করছে খুলনা। শেষ খবর পর্যন্ত মুশফিকের দলের সংগ্রহ ৬ উইকেটে ৬২ রান।
শুরুতে ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে খুলনা। ১ রানে সৌম্য সরকারকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন রুবেল হোসেন। ৫ রানে রান আউটে কাটা পড়েন জাকির আলি। এরপর আন্দ্রে ফ্লেচার ও ইয়াসির আলীকে দ্রুত বিদায় করে খুলনার ইনিংসে ধস নামান আরাফাত সানি। সুবিধা করতে পারেননি মুশফিক, শেখ মাহেদিও। দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত এক দল খুলনা টাইগার্স। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় স্বাগতিক সিলেট সানরাইজার্সের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।










