ইউপি নির্বাচনের ভোটগ্রহণ কাল : কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কাল সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন।
২০ জেলার ২৪টি উপজেলায় গতকাল মধ্যরাতে ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। কাল রাত ১২টা পর্যন্ত যন্ত্রচালিত সব যান চলাচলও বন্ধ থাকবে। ইভিএমে ভোটগ্রহণ হবে ৯টি ইউনিয়নে। ইতিমধ্যেই চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ১৩ এবং সাধারণ সদস্যে ৪৭ জন নির্বাচিত হয়ে গেছেন। মোট ৫ হাজার ৮শ’ ৭৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে।










