বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো হাতিল ফার্ণিচারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী

- আপডেট সময় : ০৯:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মীরসরাইয়ে বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত হলো পূবালী ব্যাংকের নতুন শাখার উদ্ধোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ আখতারুজ্জামান সরকার, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক খান মোঃ জাভেদ জাফরসহ স্থানীয় প্রতিনিধিরা। বড়তাকিয়া বাজার শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে অধ্যাদেশ জারির মাধ্যমে ব্যাংকিং খাতকে জাতীয়করণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ব্যাংকিং সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এদিকে, বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো হাতিল ফার্ণিচারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এসময় বক্তারা বলেন, আসবাব পত্রের জগতে দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করেছে হাতিল। এ ধারা অব্যাহত রাখার আহবান জানান তারা। হাতিল ফার্ণিচারের শোরুমে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী এ জেড এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিউল আলম। উপস্থিত ছিলেন, ভোলা জেলা সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান রায়হানসহ অন্য অতিথিরা।