ইউক্রেনের বিষয়ে নতুন করে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ইউক্রেনের বিষয়ে নতুন করে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়।
ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রসও একই ইঙ্গিত দিয়েছিলেন। ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো, পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে।পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো।