রোহিঙ্গাদের দ্রুত যাচাইকরণে মিয়ানমারকে তাগিদ দিল বাংলাদেশ

- আপডেট সময় : ০২:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের দ্রুত যাচাইকরণে মিয়ানমারকে তাগিদ দিল বাংলাদেশ। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। তাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তাগিদও দেয়া হয়েছে। গতকাল দুদেশের মধ্যে এক বৈঠকে এ তাগিদ দেয়া হয়।
রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইয়ে নবগঠিত অ্যাড-হক টাস্ক ফোর্স কারিগরি কমিটির প্রথম বৈঠক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রিজওয়ান হায়াত এবং মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ইয়ে তুন উ নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষই রাখাইনের বাস্তুচ্যুত লোকদের যাচাইকরণে বিলম্বের কারণগুলো খতিয়ে দেখার প্রত্যয় ব্যক্ত করে। শাহ রিজওয়ান হায়াত এ যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তিনটি দ্বিপাক্ষিক প্রক্রিয়ার অধীনে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেন। তিনি আরও বলেন, যাচাইকরণের অসুবিধা ও সমস্যা সমাধান করতে পারলে রাখাইনের বাস্তুচ্যুত জনগণের টেকসই প্রত্যাবাসন দ্রুত নিশ্চিত হবে। বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দল যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে সহযোগিতার আশ্বাস দেয়।