সংসদে ঝড়ের গতিতে নির্বাচন কমিশন আইন পাস

- আপডেট সময় : ০৮:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সার্চ কমিটির মাধ্যমে ইসি নিয়োগের বিধান রেখে নির্বাচন কমিশন আইন পাস হয়েছে। দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত এই আইনটি হঠাৎ করেই পাস হলো। আইনমন্ত্রী আনিসুল হক সংসদে প্রস্তাব করলে কন্ঠ ভোটে পাস হয় এই আইন। এর আগে, বিলটি সংসদে উত্থাপন করা হলে এর বিরোধিতা করেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যেরা।
সংসদের ভেতরে-বাইরে অব্যাহত বিতর্কের মধ্যেই পাস হলো নির্বাচন কমিশন বিল। এটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন, আইনমন্ত্রী আনিসুল হক।
শুরুতেই বিলে আপত্তি জানান বিএনপি’র সংসদ সদস্যরা।
সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিরসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সংসদ সদস্যরা সংশোধনী দিলেও, তা নাকচ হয়ে যায়।
পরে, কয়েকটি সংশোধনীর উপর আলেচনা শেষে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করেন, আইনমন্ত্রী।
বিলটি ভোটে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংখ্যাগরিষ্ঠের কন্ঠভোটে পাশ হয় নির্বাচন কমিশন বিল।
রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। এর অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে।