সরিষা ফুলের মনকাড়া সৌন্দর্যে ভরপুর এখন সাতক্ষীরার সাত উপজেলা
- আপডেট সময় : ০৫:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সরিষা ফুলের মনকাড়া সৌন্দর্যে ভরপুর এখন সাতক্ষীরার সাত উপজেলা। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সরিষা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। গেল বছর কাঙ্খিত দাম পাওয়ায় এবার বেড়েছে সরিষার আবাদ। কৃষি বিভাগ বলছে, সরিষা চাষে খরচ কম ও বাজার মূল্য ভালো। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে এবছর লক্ষামাত্রা পুরণ নাও হতে পারে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরা জেলায় সরিষা চাষের লক্ষামাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজর ৫ শত হেক্টর জমি। ঘূর্ণিঝড় জায়োদের কারনে এবছর লক্ষামাত্রা পুরন নাও হতে পারে। জেলার সাত উপজেলায় সরিষা আবাদ ভাল হয়েছে। দিগন্ত বিস্তৃত মাঠে সরিষা ক্ষেত। ফুল ও ফলও ধরেছে ভাল। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
ঘূর্ণিঝড় জায়োদের কারনে এবছর লক্ষামাত্রা পুরন নাও হতে পারে বলে জানালেন এই কৃষিবিদ।
কৃষকদের আরো আগ্রহী করে তুলতে সরকারী ভাবে আর্থিক সহায়তা পেলে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।


















