ছাত্রলীগের হামলায় পন্ড বগুড়া ছাত্রদলের প্রতীকী অনশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বগুড়ায় ছাত্রলীগের হামলায় পন্ড হয়ে গেছে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি। দুপুরে শহরের শহীদ খোকন পার্কে এই হামলার ঘটনা ঘটে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে শহীদ খোকন পার্কের শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, বেলা ৩টা পর্যন্ত কর্মসূচি চালানোর প্রস্তুতি ছিল। দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগ নেতা মুকুল ইসলামের নেতৃত্বে অনশন কর্মসূচিতে অতর্কিতে হামলা চালায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা হামলাকারীদেরকে প্রতিহত করে বলে জানায় তিনি। পরে, পুলিশ ধাওয়া করে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবকে আটক করে। ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শহরের নবাববাড়ি সড়কে বিএনপি অফিসে হামলা চালায় ছাত্রলীগ। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।