শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন নওগাঁ জেলা ছাত্রদলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেছে নওগাঁ জেলা ছাত্রদল।
সকাল ৯ থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে অনশন পালন করে নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতারা দাবী করেন, শাবিপ্রবি ভিসির পদত্যাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। হলগুলোর আবাসন সমস্যার সমাধান, মানসম্মত খাবার নিশ্চিতসহ ছাত্রদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুন বীন ইসলাম দোহাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















