শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন পালনে জড়ো হয়েছেন শিক্ষক নেটওয়ার্কের নেতাকর্মীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন পালনে জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই কর্মসূচি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশের সংগঠন। শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলার প্রতিবাদ, শিক্ষার্থীদের প্রাণ রক্ষার দাবি ও তাঁদের ন্যায্য দাবিগুলোর সমর্থনে তিনঘন্টা এই কর্মসূচি চলবে