আরেকটি পাতানো নির্বাচনের জন্য ইসি গঠনে সার্চ কমিটি নিয়োগ আইন করতে যাচ্ছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আরেকটি পাতানো নির্বাচনের জন্য ইসি গঠনে সার্চ কমিটি নিয়োগ আইন করতে যাচ্ছে সরকার অভিযোগ সুশাসনের জন্য নাগরিক সুজনের। আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা।
শিগগিরি এই প্রক্রিয়া থেকে সরে না এলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ার পাশাপাশি সংবিধানের অস্তিত্বও হুমকির মুখে পড়বে বলে আশংকা করছে সংগঠনটি। সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদিন মালিক অভিযোগ জানান, নতুন এই আইনের মাধ্যমে জনগনের সঙ্গে আরেকবার ছল-চাতুরির আশ্রয় নিলো সরকার। প্রস্তাবিত আইনটি পাশ হলে দেশে নতুন বিতর্ক তৈরি হবে বলে মত দিয়েছে সাবেক নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন।