প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের বিল সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের বিল সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সংসদ অধিবেশনের শুরুতেই এই বিল তোলেন আইনমন্ত্রী।
৪ সপ্তাহের মধ্যে ইসি গঠনের প্রক্রিয়া রেখে এ আইন পাশ করতে হবে। বিলটি উত্থাপনের পর পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন আইনমন্ত্রী। সিইসি ও ইসি নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের পর তাতে অনুমতি দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এসময় বিএনপির এমপি হারুনুর রশীদ, বিলে অনেক অসঙ্গতি রয়েছে জানিয়ে তা প্রত্যাহার করতে বলেন। রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।