এলিট ফোর্সের প্রতি অবিচার : মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
এই চিঠিকে রেবের প্রতি অবিচার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রেব অনেক ভালো কাজ করলেও, সেটা উল্লেখ করা হয়নি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের হাতে রেব তৈরি, তারাই এখন অপছন্দ করছে। এই এলিট ফোর্স সম্পর্কে নানা ধরনের অপপ্রচার করছে। তিনি বলেন, মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানে বড় বড় সফলতা পেয়েছে রেব। ভেজালদ্রব্য নিয়ন্ত্রণ, বনদস্যু মুক্ত সুন্দরবন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাহিনী। চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশন ও জঙ্গি দমনে রেবের ভূমিকা তুলে ধরেনি মানবধিকার সংগঠনগুলো। এ ব্যাপারে ভালো করে খোঁজ-খবর নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।