কক্সবাজারে শেষ হলো শহীদ শেখ ফজলুল হক মনি আন্ত:উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট

- আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে শেষ হয়েছে শহীদ শেখ ফজলুল হক মনি আন্ত:উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
গতকাল রাতে কক্সবাজার পৌরসভার ইনডোর ব্যাডমিন্টন মাঠে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা যুবলীগ। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম। জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পৌর মেয়র মুজিবুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী পারভেজসহ অনেকে। প্রথম বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ৮ উপজেলা ও কক্সবাজার পৌরসভাসহ নয়টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনালে কুতুবদিয়া যুবলীগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার পৌরসভা যুবলীগ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।