চট্টগ্রামে মাইজভান্ডারী একাডেমির আয়োজনে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মাইজভান্ডারী একাডেমির আয়োজনে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে স্বাস্থ্যবিধি মেনে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির সচিব অধ্যাপক জহরুল আলম। অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশে অতিথি ও আলোচক ছিলেন অধ্যাপক ড.মোহাম্মদ জসিম উদ্দিন,শাহজাদা সৈয়দ আহমদ মুনতাজির জিয়া, দিদারুল আলম চৌধুরী, প্রফেসর ড. হেলাল উদ্দিন ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য্যসহ আরো অনেকে।এসময় বক্তারা বলেন, মাইজভান্ডারী মনীষী ও মহাত্মারা আমাদের বাতিঘর। মাইজভান্ডারী মহাত্মাদের জীবনাদর্শের আলোকে শিশু-কিশোরদের গড়তে পারলে তারাই একদিন আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠবে।এতে কিরাত্ব,হামদ-নাত, গান,কবিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া স্কুল ও মাদ্রাসার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।