গাজীপুরে দিনব্যাপী হয়ে গেলো ঐতিহ্যবাহী মৎস্য মেলা

- আপডেট সময় : ০৫:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ বিনিরাইলে দিনব্যাপী হয়ে গেলো ঐতিহ্যবাহী মৎস্য মেলা। প্রায় আড়াই’শ বছরের পুরনো এই মেলায় লাখো মানুষের সমবেশ হয়। মাছের মেলা হলেও এটা জামাই মেলা নামে পরিচিতি হয়েছে। স্থানীয় জামাই ও শ্বশুরদের মধ্যে বড় মাছ কেনার প্রতিযোগিতা চলে এই মেলায়। সারাদেশ থেকে ক্রেতা-বিক্রেতারা আসে এখানে। সবার সহযোগিতা নিয়ে মেলার ধারাবাহিকতা রক্ষা করতে চান আয়োজকরা।
গাজীপুরের কালীগঞ্জ বিনিরাইল গ্রামে দিনব্যাপী হয়ে গেলো ঐতিহ্যবাহী মৎস মেলা।কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া, মোক্তারপুর ও জামালপুর ইউনিয়নের ত্রি-মোহনার বিনিরাইল গ্রামে বিরাট এলাকাজুড়ে মাছের পসরা সাজিয়ে বসেছেন মৎস বিক্রেতারা। সহস্রাধিক স্টলে দেশের বিভিন্ন স্থানের বিক্রেতারা মাছ বিক্রি করতে ছুটে এসেছেন এই মেলায়। নানা অঙ্গভঙ্গির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন ক্রেতাদের। কেউ কেউ বড় আকৃতির মাছ ওপরে তুলে ধরে ডাকছেন ক্রেতাদের। কে কতো বড় মাছ মেলায় আনতে পারেন, এই নিয়ে হয় প্রতিযোগিতা। স্থানীয় জামাই-শ্বশুরদের মধ্যেও নীরব প্রতিযোগিতা চলে সেই বড় মাছটি কেনার। এই মৎস মেলায় মাছের সাথে বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যেরও পসরা বসে।
অন্যান্যবারের মতো এবারো মেলায় প্রচুর দেশি রুই, কাতল, বোয়াল, আইড়, বাঘাইর, চিতল, কালবাউশ ও রিটা মাছের সমাগম ঘটে।
ঐতিহ্যবাহী এই জামাই মেলার ধারাবাহিকতা রক্ষা করতে এবারও সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে আয়োজন করা হয়েছে বলে জানান মেলা কমিটির সভাপতি।
বড় মাছটি কিনতে বিনিরাইলের মাছের মেলাই সবচেয়ে উত্তম জায়গা বলে জানান মেলায় আসা জামাই-শ্বশুররা।