উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
একই সময় দিনের অপর ম্যাচে জর্জটাউনের এভারেস্ট ক্রিকেট ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। এ পর্যন্ত তিন বার অনূর্ধ-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১৮ সালের আসরে রানার্সআপ হয়েছিল তারা। অন্যদিকে ২০১৬ সালের আসরে প্রথম চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার প্রাপ্তি বলতে একবার রানার্সআপ; ২০০০ সালের আসরে তারা ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। রোববার মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ। যুব টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড।