করোনা নয়- আন্দোলনকে বাধা গ্রস্ত করতে সরকার বিধিনিষেধ আরোপ করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা নয়- আন্দোলনকে বাধা গ্রস্ত করতে সরকার বিধিনিষেধ আরোপ করেছে বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, মুজিববর্ষ ও বাণিজ্য মেলার আয়োজন চললেও বিরোধী দলকে দমনকেই এই বিধিনিষেধ দেয়া হয়েছে বলে দাবি তার। তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলীয় কর্মসূচির পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি। চলমান বিধিনিষেধ নিয়ে বিভিন্ন সংস্থার জরিপের বিষয়ে নিজস্ব মন্তব্য তুলে ধরেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।