দেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে তত্ত্বাবধায়কের নামে আর কোনদিন অসাংবিধানিক সরকার আসবে না। এ নিয়ে আন্দোলন করে কোন লাভ নেই বলে মন্তব্য করেছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় হানিফ আরো বলেন- এই সরকারের পতন হলে কোথাও আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না বলে বিএনপির দেয়া বক্তব্য হাস্যকার। বিএনপি ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি একটি পরগাছা দল। তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে বলে মন্তব্য করেন হানিফ। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।