সেনাবাহিনীকে একটি বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কঠিন প্রশিক্ষণ যুদ্ধকে সহজ করে তোলে। সেই লক্ষে বাস্তব সম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ
সকালে ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজারে চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে চার সপ্তাহব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এক লাখ মানুষকে কম্বল দেয়া হয়েছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সমাপনী অনুষ্ঠান উপলক্ষে জামালপুরের হিরনকান্দা গ্রামে অসহায় মানুষের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।