বিএনপি’র সভা-সমাবেশ ঠেকাতেই নতুন বিধিনিষেধ জারি : রিজভী
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
 - / ১৬০৫ বার পড়া হয়েছে
 
বিএনপির সভা-সমাবেশ ঠেকাতেই সরকার সারাদেশে করোনার অজুহাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। জনগণের মধ্যে এ নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, নিষেধাজ্ঞা দিয়ে সরকার-বিরোধী আন্দোলন ঠেকানো যাবে না। আন্দোলন দমাতে নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা রাজনৈতিক মামলায় ষড়যন্ত্রের মাধ্যমে সাজাও দেয়া হচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার এই ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, গণবিরোধী সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। ১৪৪ ধারা ভেঙে সভা-সমাবেশে যোগ দিচ্ছে তারা। এতে সরকার আতঙ্কিত। টিকা ও করোনা সামগ্রী নিয়ে কেলেংকারি ছাড়া সরকার জনগণকে আর কিছু দিতে পারেনি বলে দাবি করেন রিজভী। বহু ঢাক-ঢোল পিটিয়ে দু’বছরে মাত্র ৩০ ভাগ লোককেও টিকা দেয়া সম্ভব হয়নি বলে সমালোচনা করেন এই বিএনপি নেতা।
																			
																		














