অভিযোগ-পাল্টা-অভিযোগ এবং তর্কবির্তকে সরব নাসিকের গণসংযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগে অভিযোগ পাল্টা অভিযোগ এবং তর্কবির্তকের মধ্য দিয়েই গণসংযোগ চলছে।
সকালে স্বতন্ত্র মেয়র প্রর্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সকালে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তাঁর নির্বাচনে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ। কোন কারণ ছাড়াই মিথ্যা অভিযোগ এনে তাঁর নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও অভিযোগ করেছেন তৈমূর আলম খন্দকার।
পরে তিনি নগরীর ১২ ওয়ার্ডে প্রচারণায় নামেন। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীও নগরীর ১২ নম্বর ওয়ার্ডে মিশন পাড়া, চাষাঢ়া ও খানপুর এলাকায় গণসংযোগ করেন।এসময় তিনি বলেন, বিগত দিনের উন্নয়নে তাঁর জনপ্রিয়তা অধিক। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।