নাসিক নির্বাচনে নৌকার পক্ষে মাঠে কাজ করার ঘোষণা শামীম ওসমানের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নাসিক নির্বাচনে নৌকার পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
সোমবার নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে তিনি জানান, নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি উল্লেখ করে শামীম ওসমান বলেন, আওয়ামী লীগের ক্ষতি করতে অনেক ধরনের অপচেষ্টা চলছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তিনি পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তৃতীয়বার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকার প্রতি শ্রদ্ধা রেখে দলীয় নেতা-কর্মীদের প্রচারণায় নামার আহ্বান জানান শামীম ওসমান।