নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জিম অনুশীলন করেছে বাংলাদেশ দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জিম অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ তাসকিন-এবাদতরা এককভাবে সেরে নিয়েছেন অনুশীলন।
এর আগে গতকাল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ের পর বেশ ফুরুফুরে মেজাজেই মাউন্ট মঙ্গানুই ত্যাগ করে টাইগাররা। এদিন হোটেল ছাড়ার আগে মানসিক ও শারীরিকভাবে চাঙা থাকতে জিমে কিছু সময় ব্যয় করে মুমিনুল-মুশফিকরা।
ক্রাইস্টচার্চে ম্যাচের আগে ২ দিন অনুশীলন করবে টাইগাররা। আগামী ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।