ব্যক্তি খালেদা জিয়ার জন্য নয়, দেশের মানুষের জন্যই তার মুক্তি চায় বিএনপি: জমিরউদ্দিন সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
শুধুমাত্র দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জমিরউদ্দিন সরকার বলেন, ব্যক্তি খালেদা জিয়ার জন্য নয়, দেশের মানুষের জন্যই তার মুক্তি চায় বিএনপি। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে জমির উদ্দিন সরকার আরো বলেন, ইতিহাসকে বিকৃত করে কেউ কখনো সত্যকে লুকাতে পারেনি। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগও পারবে না। এসময় খালেদা জিয়াকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে রাজনীতিকে ঘোলাটে না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।