বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পাবনার বেড়ার চর সাফুল্লা গ্রামে বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তোতা মিয়া নামের একজন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
বেড়া থানার কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করে চিকিৎসক।