সিরাজগঞ্জ ও যশোরে অসহায় দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও যশোরে অসহায় দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কয়েক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দুপুরে মনিরামপুর উপজেলার মশ্বিমনগর কাঁঠালতলা মোড়ে গাজী ইউনুছ আলী ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।