খুলনায় ডিসি অফিস ঘেরাও জুট মিলস যৌথ কারখানা কমিটির

- আপডেট সময় : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
খুলনায় ডিসি অফিস ঘেরাও করেছে জুট মিলস যৌথ কারখানা কমিটি। পাঁচটি জুটমিলের মজুরি স্কেল অনুযায়ী বকেয়া পরিশোধ ও শ্রমিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসুচি করে তারা।
সকালে নগরীর পিকচার প্যালেস মোড় থেকে মিছিলসহ ডিসি অফিসের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি এই কর্মসূচী পালন করে। বক্তারা, ২০১৫ সালের মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকদের বিভিন্ন উৎসব বোনাস ও বকেয়া টাকা পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এতে উপস্থিত ছিলেন,গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম,খালিশপুর ও দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতারা।