পাবনায় আওয়ামীলীগ নেতা শামীম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচন পরবর্তি সহিংসতায় আওয়ামীলীগ নেতা শামীম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দুপুরে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু, নিহত শামীমের বাবা নূর আলী প্রামানিক, আ.লীগ নেতা আব্দুল মতিনসহ অনেকে। বক্তরা বলেন, শামীম হত্যা মামলায় মূল আসামীরা এখনো গ্রেফতার হয়নি। তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচন পরবর্তি সহিংসতায় আওয়ামীলীগের স্থানীয় নেতা শামীম হোসেন গুলিতে নিহত হয়।
















