চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষ কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একই সময়ে ও একইস্থানে আওয়ামী লীগের দুই পক্ষ কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো পরিষদ, উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকায় এ আদেশ বহাল থাকবে। নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১০টায় সমাবেশ ডাকেন। একই স্থান ও সময়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দেন পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ খাঁন ঝালু। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান, নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা।