বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি: স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাবনায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে নতুন নিয়োগ পাওয়া কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চাকরি নয়, সেবাই আদর্শ। দেশের আইনশৃঙ্খলা ঠিক না থাকলে কোনো উন্নয়নই কাজে আসবে না। দেশের শৃঙ্খলা, শান্তি ও উন্নয়ন ধরে রাখতে পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।