মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গেলো ১৪ ডিসেম্বর একই আদালতে শুনানি থাকলেও পরীমণি অসুস্থ হওয়ায় আদালতে যাননি। পরে আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আজকের তারিখ দেন। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির কর্মকর্তা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে রেব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেয়া হয় রেব সদর দফতরে। পরে বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করা হয়।


















