ওয়ানডেতে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই খেলা হচ্ছে না রোহিত শর্মার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ওয়ানডেতে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই খেলা হচ্ছে না রোহিত শর্মার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্টের পর এবার ওয়ানডে থেকেও ছিটকে গেলেন রোহিত।
ওয়ানডেতে তার জায়গায় নেতৃত্ব দেবেন ওপেনার লোকেশ রাহুল। সহ-অধিনায়ক জাসপ্রিত বোমরাহ। এদিকে, প্রায় ৫ বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ২০১৭ সালের জুনে তাকে সবশেষ দলে নেয়া হয়েছিল। তবে ২০২১ সালের শুরুতে টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি। অন্যদিকে, ভারতের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ভেংকটেশ আইয়ার। চলতি সিরিজেই অভিষেক হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২১ ও ২৩ তারিখ হবে সিরিজের বাকি দুই ম্যাচ।