গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ আহবান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, নতুন বছরে আওয়ামী লীগকে আরো সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।